Breaking News

বগুড়ার শাজাহানপুরে প্রয়াত যুবলীগ নেতার মেয়ের নেকটার প্রশিক্ষনের দায়িত্ব নিলো উপজেলা যুবলীগ

z-pic-03-12-2016

বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর, বগুড়া জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক প্রয়াত রামানন্দ দাসের মেয়ে রিংকির বগুড়া নেকটার কম্পিউটার প্রশিক্ষনের দায়িত্ব নিয়েছে উপজেলা যুবলীগ।
শনিবার দুপুরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম ইনোকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের নেতৃত্বে একদল নেতাকর্মী প্রয়াত নেতা রামানন্দ দাসের বাড়িতে অসহায় পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে এই দায়িত্ব নেয়া হয়।
এছাড়াও কারাবন্দী উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম কান্টু ও আমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন লিটনের অসহায় পরিবারের সদস্যদেরও খোঁজ খবর নেয় যুবলীগ নেতৃবৃন্দ। প্রয়াত ও কারাবন্দি নেতাদের অসহায় পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান সহ নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, উপজেলা যুবলীগ নেতা এড. মতিউর রহমান, আপেল মাহমুদ, গোলাম হোসেন, আব্দুল হাকিম, আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম নয়ন, চোপীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন যুবলীগ নেতা হেলাল, কামরুল, হুমায়ন, তৌফিক প্রমুখ।