Breaking News

বগুড়ার শাজাহানপুরে হিরোইনসহ ধুনটের ইউপি সদস্য গ্রেফতার

z-pic-01-11-2016

বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর, বগুড়া জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে হিরোইনসহ লিটন (৪০) নামে ধুনট উপজেলার এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। লিটন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য ও ভালুকাতলা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের পুত্র।
বুধবার দিবাগত রাতে থানার এসআই ফজলু, রুম্মান, এএসআই মাহমুদ সঙ্গিয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বি-ব্লক এলাকায় করতোয়া ক্লিনিকের সামনে থেকে ৫০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করেন। এসময় তার সাথে থাকা মাসুদ রানা নামে এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। মাসুদ রানা মোহনপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
এঘটনায় বৃহস্পতিবার এসআই ফজলু বাদী হয়ে ওই ২ জনকে আসামী করে শাজাহানপুর থানায় মাদক মামলা ( মামলা নং-০১) দায়ের করেন।
থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স পাঠিয়ে ৫০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের শেষে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।