Breaking News

কাহালুর সাবেক জমিদার মরহুম আবুল ফাতাহ খান এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

kalhaloo-2-22-11-2016

বগুড়া সংবাদ ডট কম (কাহালু, বগুড়া এম এ মতিন) : মঙ্গলবার বাদ জোহর লোকনাথপাড়া গ্রামে কাহালু উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আফরোজ আলী খান আপেল এর পিতা সাবেক জমিদার মরহুম আবুল ফাতাহ খান এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের বড় মেয়ে ছালেহা খাতুন ফুল, বড় ছেলে আনোয়ার হোসেন খান, মেজ ছেলে সাংবাদিক ফেরদৌস ইসলাম খান, জামাই মশিউর রহমান, ছোট মেয়ে নাসরিন আরা নিলি, নাতি বগুড়া ডিসি অফিসের সাবেক নাজির জিয়াউল হক জিয়া, লোকনাথপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত বাংক কর্মকর্তা তারিকুল ইসলাম খান সহ মরহুমের আত্নীয় স্বজন ও গুনগ্রাহী ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাহালু পৌরপাড়া কওমী মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল হান্নান।