Breaking News

২২ নভেম্বর বগুড়ার কাহালুর সাবেক জমিদার মরহুম আবুল ফাতাহ খানের ১ম মৃত্যু বার্ষিকী

kalhaloo-1-21-11-2016বগুড়া সংবাদ ডট কম (কাহালু, বগুড়া এম এ মতিন) : ২২ নভেম্বর বগুড়ার কাহালু উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আফরোজ আলী খান আপেল এর পিতা সাবেক জমিদার মরহুম আবুল ফাতাহ খান এর ১ম মৃত্যু বার্ষিকী। মরহুমের রুহের মাগফেরাত এর জন্য আগামীকাল ২২ নভেম্বর মঙ্গলবার বাদ জোহর নিজ বাসভবন কাহালুর লোকনাথপাড়া গ্রামে তার পরিবারের পক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে তার সকল গুণগ্রাহীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, গত ২০১৫ সালের ২২ নভেম্বর বগুড়ায় তার নিজ বাসভবনে কাহালুর সাবেক জমিদার মরহুম আবুল ফাতাহ খান (১০১) বৎসর বয়সে মৃত্যুবরণ করেন।