Breaking News

কাহালুতে ইনটেলিজেন্ট কোচিং সেন্টারের পিএসসি পরীক্ষার্খীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা

Logo-2+++বগুড়া সংবাদ ডট কম (কাহালু, বগুড়া এম এ মতিন) : শুক্রবার সকালে কোচিং-এ “ইনটেলিজেন্ট কোচিং সেন্টার” এর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্খীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা কোচিং এর পরিচালক আলহাজ্ব আব্দুর সাত্তার প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম (সাইফুল)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনটেলিজেন্ট কোচিং সেন্টারের শিক্ষক বুলবুল আহম্মেদ, মুঞ্জুয়ারা বেগম প্রমূখ। আলোচনা সভা শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্খীদেরকে কোচিং এর পক্ষ হতে পরীক্ষার শিক্ষা উপকরণ দেওয়া হয়। দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।