Breaking News

নন্দীগ্রামে খড়বোঝাই ট্রাকে আগুন

nandigram-4-17-11-2016

বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম, বগুড়া মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার নন্দীগ্রামের কাথম-কালীগঞ্জ সড়কের ঢাকইর-কাথমের মাঝখানে বৃহস্পতিবার বিকালে একটি খড় বোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে খড় ও ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে। ট্রাক চালক রাজা আহমেদ জানান, তারা গো-খাদ্যের জন্য নন্দীগ্রামের চাকলমা গ্রাম থেকে ২৮ হাজার টাকার খড় কেনেন। বিকালে খড়গুলো ট্রাকে (বগুড়া-ড-০৮-০০০২) বোঝাই করে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিলেন। পৌনে ৫টার দিকে কাথম-কালীগঞ্জ সড়কের ঢাকইর-কাথম সড়কের মাঝখানে পৌঁছেলে কে বা কাহার ট্রাকের পিছনে আগুন ধরিয়ে দেয়। টের পাবার পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে খড় ও ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানান।