Breaking News

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে কোচ-থ্রী হুইলার সংঘর্ষে চালক নিহত

z-pic-17-11-2016বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর, বগুড়া জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে কোচ ও সিএনজি চালিত থ্রী হুইলার (অটোটেম্পু) সংঘর্ষে আল আমিন (২০) নামের এক থ্রী হুইলার চালক নিহত হয়েছে। বুধবার রাত ৯টায় উপজেলার নয়মাইল স্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ দূর্ঘটনা কবলিত যানবাহন আটক করেছে। নিহত আল আমিন উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আমজাদ হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়মাইল স্ট্যান্ডে সিএনজি চালিত অটোটেম্পুটি ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় অর্ণব স্পেশাল নামের একটি সিলেটগামী কোচ (নাম্বার প্লেট নেই) সজোরে ধাক্কা মারে। এ সময় অটোটেম্পুটি কোচের নীচে ঢুকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অটোটেম্পু চালককে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, দূর্ঘটনা কবলিত কোচটি আটক রয়েছে।