Breaking News

শিশু ও ইয়ূথ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

bogra-1-09-11-2016

বগুড়া সংবাদ ডট কম : বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বুধবার দিনব্যাপী শিশু ফোরাম, ইয়ূথ ফোরাম এবং প্রকল্প সহায়তাকারীদের অংশগ্রহনে বগুড়া এডিপি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভার মূল বিষয়সমূহ ছিল শিশু ফোরাম এবং ইয়ূথ ফোরাম এর বার্ষিক পরিকল্পনা প্রস্তুতকরন, শিশু কর্নার এর জন্য নিয়মাবলী, পরিচালনা পর্ষদ কমিটির অর্ন্তভ’ক্তকরন তালিকা, শিশু ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের হালনাগাদ কৃত নামসমূহ এবং ইয়ূথ ফোরাম অর্ন্তভুক্তকরন, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এর সাথে বসে বার্ষিক পরিকল্পনা সহভাগিতা ও সহযোগিতা বিষয়ক, বর্তমানে কতৃপক্ষ কর্তৃক শিশু আইন-২০১৩ প্রকাশিত বাংলাদেশ গেজেট সম্পর্কিত অবহিতকরন ও সকল সদস্যের মাঝেবার্তা পৌছানো বিষয়ক আলোচনা উল্লেখ্য ছিল।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্পন্সরশীপ প্রকল্প টীম লিডার বিকাশ বিশ্বাস, শিশু নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা আব্রাহাম হাঁসদা, স্পন্সরশীপ এন্ড সার্পোট সিস্টেম অফিসার রিচার্ড বর্মন।