Breaking News

বগুড়া সদরের শশীবদনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টর শুভ উদ্বোধন

sumon-2-28-10-2016

বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান, বগুড়া এস আই সুমন) : শুক্রবার বৈকাল ৩ টায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিউটি ইলকট্রনিক্সর ওয়ালটন প্লাস এর সৌজন্যে এক নক আউট ফুটবল টুর্ণামেন্টর শুভ উদ্বোধন।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এ্যাড: আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর বিউটি ইলকট্রনিক্্র (এম,ডি) শাহনেওয়াজ বিপুল। তিনি বলেন, শরীর মন সুস্থ্য রাখতে খেলাধুলা অপরিহার্য, যুব সপ্রদায়েরর উচিৎ বার্ষিক ক্রীড়া চর্চার পাশাপাশী সামাজিক উন্নয়নের ভূমিকা রাখা। সেই সাথে মাদক নেশায় জড়িয়ে না পরার জন্যও যুব সপ্রদায়কে আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিউটি ইলকট্রনিক্স মার্কেটিং অফিসার বেলাল হোসেন, বিউটি ইলকট্রনিক্সর, ওয়ালটন প্লাস ঘোড়াধাপ শাখার ইনচার্জ তৌহিদ হোসেন, বুড়িগঞ্জ শাখার ইনচার্জ জাকির হোসেন, গুজিয়াহাট শাখার মামুনুর রশিদ, শিবগঞ্জ হেড অফিস ইনচার্জ শামিম হোসেন, ইউপি সদস্য সাকিল, সমাজ সেবক মোকলেছুর রহমান, জাকির হোসেন, লিটন, মিলন মিয়া, রাজু মিয়া, মনির, জিল্লূর রহমান, শফিকুল ইসলাম মাছুদ, আলী হাসান, আল-আমিন, আরিফ প্রমুখ।