Breaking News

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৬০ লক্ষ টাকার মাছ নিধন

kalhaloo-2-26-10-2016

বগুড়া সংবাদ ডট কম (কাহালু, বগুড়া এম এ মতিন) : কাহালুতে প্রায় ৪০ বিঘা একটি পুকুরে বিষ প্রয়োগে করে প্রায় ৬০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দৃবর্ত্তরা। গত মঙ্গলবার রাতে কাহালু উপজেলার কালাই কুমারপাড়া চামদিঘী পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেন। যার আনুমানিক মূল্যে প্রায় ৬০ লক্ষ টাকা। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।