Breaking News

দুপচাঁচিয়ায় জেলা তথ্য অফিসারের প্রেস ব্রিফিং

d1-25-10-2016

বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া, বগুড়া আবু রায়হান) : ২৫ অক্টোবর মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই সভাপতির স্বাগত বক্তব্যে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল বাসার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, আবু আব্দুল্লাহ প্রিন্স, সিনিয়র সাংবাদিক এম সরওয়ার খান, মতিয়র রহমান দেওয়ান পলাশ, আবু রায়হান, কামরুল হাসান লিটন, আবুল কালাম আজাদ সহ প্রমূখ। সমগ্র সভাটি পরিচালনা করেন সহকারি জেলা তথ্য অফিসার আব্দুর রহিম।