Breaking News

দুপচাঁচিয়ায় ফেরী করে ইলিশ মাছ বিক্রয়কালে আটক

d2-24-10-2016

বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া, বগুড়া আবু রায়হান) : ২৪ অক্টোবর সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী সিওঅফিস সড়ক এলাকায় ফেরী করে ইলিশ মাছ বিক্রয়কালে ৭৮ পিচ ইলিশ মাছ আটক করেছে।
জানা গেছে, ঘটনার দিন স্থানীয় একজন মাছ ব্যবসায়ী ফেরী করে সিওঅফিস রোড দিয়ে ইলিশ মাছ বিক্রয়কালে উপজেলা পরিষদের সামনে মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সীর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা তাকে আটকের চেষ্টা করে। এ সময় মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা সু-কৌশলে পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া প্রায় ১ মণ ইলিশ মাছ আটক করেন। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে মাছগুলো হাজির করলে বিজ্ঞ বিচারক উপজেলার ৭ টি লিল্লাহ বোডিংয়ের মাঝে মাছগুলো খাবারের জন্য বিতরণের সিদ্ধান্ত দেন। উল্লেখ্য গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা সহ ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।