বগুড়া সংবাদ ডটকম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘির সান্তাহার থেকে রবিবার রাতে চোরাই ইট সহ ট্যাক্টর আটক করেছেন থানা পুলিশ। এ ঘটনায় মোতালেব হোসেন বাদী হয়ে থানায় ৩ জনের নাম উল্লেখ সহ থানায় চুরি মামলা দায়ের করেন।
জানা যায়, নওগাঁর আজিজুলের ছেলে রশিদুল ইসলাম (৫৫), বশিপুর গ্রামের সাঈদ হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩২), ও সান্তাহার ষ্টেশন কলোনীর মান্নানের ছেলে আলমগীর হোসেন (৩৫) সহ অজ্ঞাত আরো কয়েকজন ব্যাক্তি গত রবিবার রাতে সান্তাহার বশিপুর এলাকার বাইপাস সংলগ্ন সিল্ক মিল থেকে ২ হাজার ইট একটি ট্যাক্টরে বোঝায় করে পালানোর সময় স্থানীয়রা জানতে পারলে ইট সহ ট্যাক্টর ফেলে চোরেরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ কে খবর দিলে ইট সহ ট্যাক্টর থানায় আটক করে নিয়ে আসে।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মামলা দায়েরে কথা নিশ্চিত করেন বলেন, চোরাই ইট ও ট্যাক্টর উদ্ধার করা হয়েছে তবে আসামীদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।
আদমদীঘিতে চোরাই ইট সহ ট্যাক্টর উদ্ধার
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)