বগুড়া সংবাদ ডটকম : মোছাঃ ফারজানা আকতার রাত্রী, সে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে অধ্যায়নরত। মরনঘাতি থালাসমিয়া রোগে অক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা খুবই শোচনীয়, প্রতিমাসে ২/৩ ব্যাগ বি পজেটিভ রক্ত দিতে হয়। ডাক্তার জানিয়েছে ফারজানাকে বাঁচাতে হলে অতি দ্রুত অপারেশন করতে, এতে খরচ হবে প্রায় ১৫ লক্ষ টাকা। গরীব বাবা মার পক্ষে এত বিপুল পরিমান টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। মেয়েকে বাচাঁতে সমাজের বিত্তশালী মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সকলের সহযোগীতা বাঁচাতে পারে ফারজানা’র জীবন। হয়তো সুস্থ হয়ে আবারো ফিরতে পারে বিদ্যালয়ে। বর্তমানে সে বগুড়া শজিমেক এর শিশু বিশেষজ্ঞ আলহাজ ডাঃ মাওঃ এম এ মান্নানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোছাঃ কাকুলী খানম
মোবাইল নং-০১৭৩২-৪২৩২০৩ (বিকাশ)
অথবা, সোনালী ব্যাংক বগুড়া ক্যান্ট শাখা, বগুড়া।
একাউন্ট নং-১০০১৩৩৫