বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : কয়েকটি দিবস কে সামনে রেখে বগুড়ার সান্তাহারে ফুল ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছে। ব্যবসায়ীরা ফুলের আইটেম ও মজুদ বৃদ্ধি করেছে আর বেড়েছে ফুলের দোকান। ফুল ব্যবসায়ীরা আশা করছে সামনে তিন টি দিবস কে কেন্দ্র করে তাঁদের বেচা-কেনা ভাল হবে।
সরজমিনে গিয়ে জানা গেছে, সান্তাহার পৌর শহরে ৭/৮ টি ফুলের দোকান আছে। এই দোকানগুলো সান্তাহার পোষ্ঠ অফিস পাড়ার সামনে প্রধান রাস্তায় অবস্থিত। সারা বছর এখানে বিভিন্ন ফুল ও ফুলের চাড়া পাওয়া যায়। ১৩ ফেব্রুয়ারী বসন্ত উৎসব, ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস এবং ২১ ফেব্রুয়ারী মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এই তিনটি দিবসে ফুলের ব্যাপক চাহিদা থাকে। এই চাহিদা মেটাতে সান্তাহারে ফুল ব্যবসায়ীরা ফুলের মজুদ বৃদ্ধি করেছে। এই উপলক্ষে ফুলের দোকানও বৃদ্ধি পেয়েছে। ফুলের দোকানগুলিতে এখন উপচে পড়া ভীড়। এইসব ফুলের দোকানে বিভিন্ন দামে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, বেলি, জবা, সূর্যমুখি, ডালিয়া, হাসনা হেনা, টগরসহ নানা জাতের ফুল পাওয়া যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ফুল আসে।সান্তাহারে একজন ফুল ব্যবসায়ী ফারজানা জানান, আমাদের দোকানে সারা বছরই ফুলের চাহিদা থাকে, তবে সামনে এই তিনটি দিবসকে ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ দিবসে ফুলের অর্ডার দেয়, তাছাড়া ভালবাসা দিবসে বিভিন্ন বয়সের ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকে। আশা করছি এবারে আয় ভাল হবে। ফুল কিনতে আসা অনিন্দতা নামে এক তরুণী জানান, ’ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’- তাই বসন্ত ও ভালবাসা দিবস কে সামনে রেখে ফুল কিনছি।
সান্তাহারে ফুল ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছে
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)