বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নান্নু মন্ডল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চিকাশী গ্রামের লাল মিয়া মন্ডলের ছেলে।
ধুনট থানার এসআই খোকন কুন্ডু জানান, গ্রেফতারকৃত নান্নু মন্ডল দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল। শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ীর রাস্তা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর রবিবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)