বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়া জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য এস এম রুহুল মোামিন তারিক বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো জঙ্গীবাদ ও সন্ত্রাস পছন্দ করে না। ইসলামের কথা বলে স্বাধীনতা বিরোধীরা একের পর এক দেশে সন্ত্রাস ও নৈরাজ্য কায়েম করছে। এদেরকে প্রতিহত করার জন্য সমাজের সচেতন ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। বৃহস্পতিবার রাতে বগুড়ার কাহালুর পিলকুঞ্জ শাহ্ সুলতান ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে ৪৩ তম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। কাহালুর পিলকুঞ্জ শাহ্ সুলতান ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি ও কালাই ইউ পি সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান এর সভাপতিত্বে উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হযরত মাওঃ মোঃ আশরাফুল ইসলাম (বিপ্লবী)। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক ও প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আব্দুস ছালাম। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন কাহালুর পিলকুঞ্জ শাহ্ সুলতান ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী ফকির, উপাধ্যক্ষ আইয়ুব আলী, কর্ণিপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম আলী, অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও পাবনা মেডিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র এনামূল রহমান সহ অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ।
প্রচ্ছদ বগুড়া সংবাদ বগুড়া সদর ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনো জঙ্গীবাদ সন্ত্রাস পছন্দ করে না—-রুহুল মোমিন...