bograsangbad_Logoবগুড়া সংবাদ ডট কম :বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তিকরণের দাবীতে বগুড়ায় রাজশাহী বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বগুড়া শহরের নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী। এতে প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি। প্রধান বক্তা ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এতে বক্তব্য রাখেন দৈনিক আমার সময় সম্পাদক ডা: এ.জি খাঁন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতি: মহাসচিব জাকির হোসেন, বাকশিস প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সামছুল হক, সহকারী মহাসচিব অধ্যক্ষ সামছুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দপ্তর সচিব অধ্যক্ষ সেলিম মিয়া, জেলা নেতা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মোকছেদুল আলম, মিজানুর রহমান, আজিজুল হক রাজা, হাফিজুল ইসলাম, ইউসুফ আলী, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, জাকারিয়া, গোলাম সারোয়ার স্বপন, আসলাম কবির, অধ্যাপক জুবায়ের আলম, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মোকলেছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী, হাফিজুর রহমান, আব্দুল হাই, এটিএম পান্না, আব্দুল হালিম, মমিনুল হক প্রমুখ। সম্মেলনে অধ্যক্ষ মোকছেদুল আলমকে সভাপতি, শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক, ওবায়দুর রহমান বেনুকে সাংগঠনিক সম্পাদক করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখা, শহীদুল ইসলামকে সভাপতি, মিজানুর রহমানকে সা: সম্পাদক, আব্দুল হাইকে সাংগঠনিক সম্পাদক করে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং অধ্যক্ষ মোকছেদুল আলমকে সভাপতি, ফেরদৌস আলমকে সাধারণ সম্পাদক করে কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বগুড়া জেলা কমিটি গঠন করা হয়। সমাবেশে প্রধান অতিথি বলেন, শিক্ষকগণ শিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা কাজ করছে। তাই বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করার বিকল্প নাই। তিনি শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবী সংসদে উপস্থাপন করার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন