সর্বশেষ সংবাদ ::

শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে -রাজশাহী বিভাগীয় কমিশনার

বগুড়া সংবাদ : রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি. সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে। বিশ্বে যত ধরনের শিক্ষা বিস্তারের পদ্ধতি রয়েছে তার মধ্যে থেকে সর্বোত্তম পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাসহ
সর্বস্তরের অভিভাবকদের ভূমিকা রাখার আহবান জানান। ১ জাুনয়ারি সোমবার সকালে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।প্রতিষ্ঠান প্রাঙ্গনে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহা: আব্দুর রফিক, অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াছমিন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়ার সহকারী কমিশনার গাজী মূয়ীদুর রহমান, সজীব মিয়া, আফিফান নজমু,প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক জিয়াউর রহমান, আতাউর রহমান, সাইফুল আলম, নাসরিন আকতার, প্রভাষক লায়লা নাজনীন, হাফিজুর রহমান, সহকারি শিক্ষক আরিফুর রহমান,জাহাঙ্গীর আলম, বুলবুল আহমেদ, নুরুল হক, তাজমিলুর রহমান, আরিফিন খাতুন, আরজুমান আরা, ইখতারা খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
সভাপতির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিক্ষাক্ষেত্রে রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলা সবচেয়ে এগিয়ে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

Check Also

দুপচাঁচিয়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বগুড়া সংবাদ :  ‘প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *