bograsangbad_Logoবগুড়া সংবাদ ডট কম (এইচ আলিম, বগুড়া):বগুড়া নান্দনিক নাট্যদলের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় বগুড়ার কেন্দ্রীয় শহিদ মিনার শহীদ খোকন পৌর শিশু উদ্যানে মঞ্চস্থ হলো নাটক নবাব সিরাজউদ্দৌলা। বগুড়া নান্দনিক নাট্যদলের ১৬ তম প্রযোজনার ১০তম মঞ্চায়ন হয় নাটক নবাব সিরাজউদ্দৌলা।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাপস কুমার নিয়োগী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী। শব্দ কথন সাহিত্য আসরের সভাপতি এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী ও এবিএম জিয়াউল হক বাবলা, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, কবি জয়ন্ত দেব, আমরা ক’জন শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক আব্দুল মোবিন জিন্নাহ, বগুড়া নজরুল পরিষদ সাধারণ সম্পাদক হাকীম আব্দুল মজিদ মিঞা, মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক আলমগীর কবির, বগুড়া পদাতিক সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, অক্ষরের প্রতিনিধি আহমেদুর রহমান ডালিম। শচীন সেন গুপ্ত রচিত ও নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী নির্দেশিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বরকত হোসেন, সেলিম সুলতান, সানোয়ার হোসেন, পিএম শাহরিয়ার, মাইনুল হক মিথুন, রাজু আহম্মেদ, প্প্পাু মজুমদার, ফয়সাল আহম্মেদ, ফরহাদ হোসেন। সেট নির্দেশনপ প্রদান করেন জহুরুল হক বাবলু, জাকি উল হক ( জীবন মোল্লা), ওয়ারেজ আলী ভুট্টা, পোষাক ডিজাইন করেছে এসএম টুটুল, জাহাঙ্গীর হোসেন, মোহন কুমার, পেক আপ করেন জহুরুল হক বাবলু,
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এর আগে নাটক নবাব সিরাজউদ্দৌলা ৯ম বার মঞ্চায়ন করেছে। এবার ১০ বার মঞ্চায়ন হলো বগুড়া শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে। সংগঠনটির মোট প্রযোজনা নাটক রয়েছে ৪০টি এবং এই ৪০ টি নাটক ১ হাজার ৪২ বার মঞ্চায়ন হয়েছে।
বগুড়া নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী জানান, বগুড়া নান্দনিক নাট্যদলের তিনদিনব্যাপী পথ নাটক উৎসব উপলক্ষে নাটক নবাব সিরাজউদ্দৌলা এর আংশিক মঞ্চায়ন হয় শুক্রবার বিকাল ৪টায়। এই অনুষ্ঠানের শুরুতে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এই নাটকটি শহরের বিভিন্ন স্থানে মঞ্চায়ন হবে।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন