সর্বশেষ সংবাদ ::

নতুন বই হয়ে উঠুক তোমাদের সবচেয়ে বড় বন্ধু- এসপি সুদীপ

নতুন বই হয়ে উঠুক তোমাদের সবচেয়ে বড় বন্ধু- এসপি সুদীপ।
বগুড়া সংবাদ :  বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন নতুন বই হাতে তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে ফেস্টুন উড়িয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পুলিশ সুপার বলেন, বছরের প্রথম দিন তোমরা হাতে পেয়েছো নতুন বই। যা প্রতিটি শিক্ষার্থীদের মাঝে নতুন উচ্ছ্বাস ও স্পন্দন জাগাবে। সেই উদ্দীপনা ও উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। বন্ধুরা ছেড়ে যেতে পারে, বই কখনও ছেড়ে যায় না। নতুন বইয়ের মধুর গন্ধে বিকশিত হোক তোমাদের পড়াশোনার নব উদ্যোম। নতুন বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছো বিনামূল্যে। এই যুগান্তকারী উদ্যোগটি সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমরা নতুন বই পড়বে। পড়াশোনার মধ্যে দিয়ে তোমরা আলোকিত ও মানবিক মানুষ হয়ে গড়ে উঠো। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এখন দেশের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষকরা তাদের প্রতিটি শিক্ষার্থীকে অতি যত্নে পাঠদান করে থাকেন। সঠিক পথে পরিচালিত করেন তাদের মেধা ও মনন দিয়ে। তাই তোমাদের জীবন গড়ে উঠুক সুন্দর ও সঠিক পথে, যাতে তোমরা আগামীতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারো।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, শিক্ষার্থীরা নতুন বই পেয়েছো। নতুন শ্রেণির পড়াশোনা করবে। আগে বছরের প্রথমে নতুন বই পাওয়া খুব কঠিন ছিল। যা সহজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তোমরা শিক্ষকদের দেখানো পথে পরিচালিত হয়ে মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে।
বই উৎসবের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইয়াছমীন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, খুরশীদ আলম বাবু, শরীরচর্চা শিক্ষক আয়েশা সিদ্দিকা, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রাথমিক শাখার ইনচার্জ মঞ্জুরা পারভীন সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Check Also

পত্নীতলায় উপজেলা নির্বাচনে প্রতীক পেল প্রার্থীরা

বগুড়া সংবাদ :  আগামী ৮ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা প‌রিষদ নির্বাচনের প্রথম ধা‌পে নওগাঁর পত্নীতলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *