bograsangbad_Logoবগুড়া সংবাদ ডট কম  :শুক্রবার সকাল ১১ টায় বগুড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের পুণ্ড্র অঞ্চলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বগুড়া থিয়েটার কার্যালয়ে।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বগুড়া থিয়েটারের বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজা, কাহালু থিয়েটারের শাহাজাদ আলী বাদশা, মুনসুর রহমান তানসেন, যমুনা থিয়েটারের রফিকুল ইসলাম, রামনগর থিয়েটারের জাহিদুল ইসলাম জাহিদ, নাগর থিয়েটারের ইনছান আলী, দিনেশ চন্দ্র শীল, গোলাবাড়ি থিয়েটারের মেজবাউল হাসান, জে আর রানা, প্রভাতী থিয়েটারের শাকিল ইসলাম, আক্কেলপুর থিয়েটারের আমির হোসেন মিন্টু, ধুনট থিয়েটারের আয়নাল হক,মঞ্জুরুল ইসলাম, পাঁচবিবি থিয়েটারের রাকিন আহমেদ, রকি খন্দকার, অরণ্য থিয়েটারের তাজুল ইসলাম মতিন,আদমদিঘী থিয়েটারের আব্দুল মান্নান, কলেজ থিয়েটার বগুড়ার সিজুল ইসলাম, ওসমান গণি, সাইফুল ইসলাম বুলবুল, লিটল থিয়েটারের ফিরোজুল ইসলাম, রবিউল ইসলাম, ভোর হলো বগুড়ার মিসবাহ চৌধুরী, কে এম আশিক প্রমুখ।

পুন্ড্র অঞ্চলের বিভিন্ন থিয়েটার থেকে আগত প্রতিনিধিরা সাংগঠনিক রিপোর্ট, আগামী কর্মসূচি ও বিবিধ বিষয়ের উপর আলোচনা করেন। সভায় বিভিন্ন থিয়েটারের প্রতিনিধিরা বর্তমান সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন এবং স্ব স্ব সংগঠনের রিপোর্ট পেশ করেন।
আলোচনায় গৃহিত সিদ্ধান্তগুলো হলো কেন্দ্রিয় কমিটির কর্মসুচির পরিপ্রেক্ষিতে ১৪-১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের উপর সকল অঞ্চলে নাটক মঞ্চায়ন করতে হবে, পহেলা অগ্রহায়ণ প্রতিটি অঞ্চলে নবান্ন উৎসব পালন করতে হবে, প্রত্যেকটি সংগঠন ভোর হলো ও কলেজ থিয়েটার গঠন করবে এবং যেখানে ভোর হলো ও কলেজ থিয়েটার আছে সেখানে কার্যক্রম জোরদার করতে হবে এবং আগামী ১৭ নভেম্বর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় অংশগ্রহন।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন