bograsangbad_Logoবগুড়া সংবাদ ডটকম (নন্দীগ্রাম প্রতিনিধি ফিরোজ কামাল ফারুক) :বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগা পাড়ায় শত্রুতা করে পুকুরে বিষ দিয়েছে প্রতিপক্ষরা। এতে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা মাছ মরে গেছে।
গত বুধবার সকালে এঘটনায় মাছ চাষী সায়েদুজ্জামান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, পৈত্তিক সূত্রে উপজেলার ধুন্দার মৌজার ৩.৬৭ একর পুকুর তিন ভাই দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। এমতাবস্থায় বুধবার সকালে প্রতিপক্ষ মজিবর রহমান, সিদ্দিক হোসেনসহ ১৫/২০ জন পুকুরে বিষ দিয়ে মাছগুলো ভাসিয়া তুলে বেড় জাল দিয়ে মাছগুলো তুলে নেয়। এবিষয়ে মাছ চাষী সায়েদুজ্জামান বাদী হয়ে ৭ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি মৌখিক ভাবে জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন