bograsangbad_Logoবগুড়া সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালুর মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষককে সাময়িক বরখাস্ত করায় সোমবার অত্র বিদ্যালয়ের জে এস সি ও এস এস সির শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা বর্জন করেন। জানা যায়, গত শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ফজলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল ১০ টা থেকে জে এস সির ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এবং এস এস সির বাংলা ২য় পত্র নির্বাচনী পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। এ সময় জে এস সির ৯১ জন এবং এস এস সির ৭৬ জন শিক্ষার্থীদের সাথে কথা বলা হলে তারা জানান, আমাদের বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক এর সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আর কোন পরীক্ষায় অংশগ্রহণ করব না। অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিলদার রহমান জানান, পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে শিক্ষক খাতা ও প্রশ্নপত্র নিয়ে যান কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মকিবুল ইসলাম বুলুর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, নীতিমালা অনুয়ায়ী শরীর চর্চা শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, সাময়িক বরখাস্তকৃত শিক্ষককের ছেলে সহ কিছু শিক্ষার্থী বিষয়টি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি জানান, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের কথা আমি শুনেছি। বিষয়টি আমি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অবহতি করেছি তারা ব্যবস্থা নিবেন।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন