সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার তিন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার একটি দোকানে অভিযান চালিয়ে গোপন কক্ষের ভিতর থেকে একটি চোরাই মোটরসাইকেল ও বেশ কিছু মোটরসাইকেলের পার্টসসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ডালম্বা মাজারের দান বাক্সের সামনে টিন সেড এর ওয়ার্কসপ দোকানের নিচের একটি গোপন কক্ষে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করে আদমদীঘি থানা পুলিশ।আদমদীঘি থানার উপ-পরির্দশক এস আই তরিকুল ইসলাম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উক্ত স্থানে অভিযান চালানো হয়। এ সময় আনিছুর, মোতালেব ও রবিউলকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছে থেকে একটি ডিস্কবার মোটরসাইকের , দুইটি মোটরসাইকেলের সাইড কভার, একটি হেডলাইট, একটি চেইন কভার, একটি মাডগার্ড ও একটি ফিলআটর বক্স ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডালম্বা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আনিছুর (২৯), সান্তাহার পৌর শহরের বড় মালশন এলাকার মৃত ইউনুছের ছেলে মোতালেব (২৩) ও উৎরাইল জাহানাবাদ এলাকার সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২২)।এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকানের গোপন কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ঐ কক্ষ থেকে তিন জন চোর ও চোরাইকৃত মোটরসাইকের উদ্ধার করা হয়েছে। চোরেরা আশেপাশে চুরি করার পর চোরাই মোটরসাইকেল ঐ কক্ষে নিয়ে গিয়ে রাখতো। পরে সুযোগ বুঝে চোরাই মোটরসাইকেল বিক্রিয় করতো। এমনকি ঐ কক্ষে মোটারসাইকেলে সকল পার্টস খুলে তা আলাদা ভাবে বিক্রয় করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার আদমদীঘি থানায় মামলা দায়েরের পর দুপুরে বগুড়া  আদালতে পাঠানো হয়েছে।

Check Also

গাবতলীতে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন প্রধান অতিথি এমপি নান্নু

বগুড়া সংবাদ : বুধবার বগুড়ার গাবতলীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *