সর্বশেষ সংবাদ ::

বঙ্গবন্ধুর জন্মদিনে বগুড়ায় এতিম শিশুদের নিয়ে কাউন্সিলর মতিনের ইফতার

বগুড়া সংবাদ :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ায় চকসুত্রাপুর মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। রবিবার বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারের উদ্যোগে প্রায় আড়াই শতাধিক শিশুকে নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল ইফতার সামগ্রীর
পাশাপাশি ভালো মানের খাবার। শুধু তাই নয় ইফতারের পূর্বে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশপ্রেমের নানা গল্প তুলে ধরে শিশুদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও করা হয়। এছাড়াও কোমলমতি শিশুরা জাতির পিতার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হাসান জিশু, সহ-সভাপতি মোখলেছুর রহমান, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক স¤পাদক আরিফ হোসেন কমল, পৌর যুবলীগের সাংগঠনিক স¤পাদক মোশারফ হোসেন বুলবুল, পৌর শ্রমিক লীগের সভাপতি জালাল শেখ, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সাধারণ স¤পাদক বাবর আলী মোল্লা, জাহাঙ্গীর হোসেন, রিপন, ঝুমুর সরকার, তুফান সরকার, আলাল শেখ, জেমস সরকার প্রমুখ। এমন আয়োজন প্রসঙ্গে কাউন্সিলর মতিন সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত øেহ করতেন। আজ তার জন্মদিনে মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিশুদের নিয়ে একসাথে ইফতার করতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন মাহে রমজান ত্যাগ ও সংযমের মাস। সকলকে নিয়ে ভালো থাকার মাঝেই প্রকৃত সুখ নিহিত তাই তিনি সমাজের সকল সামর্থ্যবান মানুষকে সাধ্য অনুযায়ী অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়ানোর উদ্বার্ত আহবান জানান। এছাড়াও ছোট থেকেই যেন শিশুদের মাঝে জাতির পিতার আদর্শ গড়ে ওঠে সেই লক্ষ্যে সবাইকে সজাগ থাকার কথা বলেন এই জনপ্রতিনিধি।

Check Also

বগুড়ায় তেলের গুদামে আগুন

বগুড়া সংবাদ :বগুড়ার শিবগঞ্জে একটি তেলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পাশের খামারের দুটি গরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *