
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া ধরমপুর তরুন সংঘ আয়োজিত ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় ধরমপুর বাজার মালিক সমিতি চ্যাম্পিয়্যান হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় তারা ঝোপগাড়ি স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। গতকাল শনিবার বিকালে ধরমপুর খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ধরমপুর তরুন সংঘের সভাপতি ফিরোজ আহম্মেদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্রাউন সিমেন্টের জেনারেল ম্যানেজার শৈবাল সাহা। আমন্ত্রিত অতিথি ছিলেন ক্রাউন সিমেন্টের ডেপুটি জেনালে ম্যানেজার সোলায়মান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন মেসার্স ফাহিম এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী মোঃ রাশেদুল ইসলাম, মুক্তা ক্যাবল নেটওর্য়াক এর সত্ত্বাধীকারী সাজ্জাদুল ইসলাম শিমু, উপশহর পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, সমাধান প্রকল্প’র সত্ত্বাধীকারী আলহাজ আফজাল হোসেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেসবাহুল হামিদ মেসবাহ, মানবাধিকার কর্মকর্ত জেলা সমন্বয়ক আলহাজ রফিকুল ইসলাম, মেসার্স করতোয়া ফিলিং স্টেশনের সত্ত্বাধীকারী মিজানুর রহমান হিরা, ডায়মন্ড জুয়েলার্স এর সত্ত্বাধীকারী গোলাম রসুল রয়েল। এসময় জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মিম পোদ্দার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও একটি গরু উপহার তুলে দেন। এছাড়া রানার্স আপ দলের হাতে রানার্স আপ ট্রফি ও একটি খাসি তুলে দেন।