
বগুড়া সংবাদ ডট কম : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ ১৯.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন বীরপলী গ্রামের কদমকুড়ী তিন রাস্তার মোড়স্থ জনৈক মোঃ আমিরুল ইসলাম(২৫) পিতা মোঃ তোফাজ্জল হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোট ১৮০ ( একশত আশি) গ্রাম গাঁজা, ০২টি মোবাইল, ০৪টি সীমসহ মাদক ব্যবসায়ী ১। শ্রী আখি কুমার (২০) পিতা শ্রী ভবেশ চন্দ্র সাং দাসগ্রাম দামাপাড়া ও ২। মোঃ রায়হান আলী (২২) পিতা মোঃ আফসার আলী সাং বীরপলী উভয় থানা নন্দীগ্রাম জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।