বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টুর সাময়িক বরখাস্ত স্থগিত করে স্ব-পদে বহালের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
জানা যায়, সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টুর বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার অভিযোগ পত্র আদালত কতৃর্ক গৃহীত হওয়ায় তাঁকে স্থানীয় সরকার (পৌর সভা) আইন, ২০০৯ এর ৩১ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে গত ৬ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টুর এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট উল্লেখিত আদেশ দেন।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)