বগুড়া সংবাদ ডট কম (সারিয়াকান্দি প্রতিনিধি রাহেনূর ইসলাম স্বাধীন) : বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলা নিয়ে গঠিত বগুড়া-১ নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন চিঠি পেয়েছেন সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম এবং জেলা বিএনপি’র উপদেষ্টা মোহাম্মাদ শোকরানা।
এই আসনে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চার দফা নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। ১৯৯৬ সালে সাংসদ ছিলেন বিএনপির হাবিবুর রহমান, ২০০১ সালে কাজী রফিকুল ইসলাম নির্বাচিত হন এই আসনটিতে। এরপর ২০০৮ সালের নির্বাচনে মোহাম্মদ শোকরানা পরাজিত হন আওয়ামীলীগের প্রার্থী আব্দুল মান্নানের কাছে।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)