বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় ১৬ টি টিম নিয়ে কাউন্সিলর ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপশহরের হাউজিং এস্টেট মাঠে শুক্রবার এ খেলার উদ্বোধন করা হয়। বিশিষ্ঠ্য ক্রীড়াবিদ, সমাজ সেবক বগুড়া ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও টূর্ণামেন্টের আহবায়ক সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর আমন্ত্রনে এবং উপশহর হাউজিং এস্টেট সমিতির সভাপতি আব্দুল হান্নান’র সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম.বদিউজ্জামান, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু সাঈদ ভূঁইয়া গামা, বিশিষ্ট্য সমাজ সেবক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, জাহাঙ্গির হোসেন তোতা, মেহেদীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি বলেন, অসুস্থ সমাজকে বদলাতে হলে সুস্থ ধারার ইতিহাস, ঐতিহ্যকে লালন করতে হবে সেজন্য যুব সমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। মাদক, ইভটিজিং, ও সন্ত্রাস মুক্ত সমাজ বির্ণিমানে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিনিধিদের দায়িত্ব ও দায়বদ্ধতা আছে। যে যার অবস্থান থেকে সমাজটাকে এগিয়ে নিতে হবে। উদ্বোধনী খেলায় এন.এন.এন্টারপ্রাইজকে ৬-১ গোলে পরাজিত করে ফুলবাড়ি পল্লীমঙ্গল সমিতি বগুড়া। খেলার সার্বিক সহযোগিতা করেন উপশহর পুলিশ ফাঁড়ি, বগুড়া।