বগুড়া সংবাদ ডট কম (সারিয়াকান্দি প্রতিনিধি রাহেনূর ইসলাম স্বাধীন) : বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষনের আইনের ৩৭ ধারায় বিভিন্ন অনিয়মে সারিয়াকান্দি বাজারের তরফদার ষ্টোরে দুই হাজার, নাদিরা ভ্যারাইটি ষ্টোরে পাঁচ হাজার, রশিদ পোল্টি ভান্ডারে দুই হাজার, লাভলু ভ্যারাইটি ষ্টোরে দুই হাজার সহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সিদ্ধার্থ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম আজিজুল কবির রিপন, এএসআই নয়ন সহ সাংবাদিক বৃন্দ।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)