বগুড়া সংবাদ ডট কম : জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়ায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্স (২০১৮-১৯ অর্থ বছর) ১ম পর্যায়-এর উদ্বোধনী অনুষ্ঠান ২১ নভেম্বর ২০১৮ খ্রি. বুধবার নেকটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ১ম পর্যায়ের দেশের ৪৩ জেলার ১১০ উপজেলার ১৫০ জন প্রশিক্ষণার্থীদেরকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
নেকটার পরিচালক এস এম ফেরদৌস আলম (যুগ্মসচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটি উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) এস এম মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ডিডিএলজি সুফিয়া নাজিম (উপ-সচিব), শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব মোঃ নজরুল ইসলাম এবং বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার। [খবর বিজ্ঞপ্তি]
বুধবার নেকটার বগুড়ায় শুরু হচ্ছে ৩০ দিন মেয়াদী আইসিটি শিক্ষক প্রশিক্ষণ
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)