বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে সংসদ সদস্য পদের মনোনয়ন প্রত্যাশী ঢাকার আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাসান আকবর আফজল হারুন বুধবার (১৪ নভেম্বর) বিকেলে সোনাতলা উপজেলা জাসদ নেতৃবৃন্দের সাথে দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন। জাসদ নেতা জুলফিজার হায়দার দারার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট মোঃ হাসান আকবর আফজল হারুন। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট ও জাসদ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ অপু, জাসদ নেতা আহম্মদ আলী, আবু তাহের খাঁন, গোলাম রব্বানী ও মনোরঞ্জন রায় প্রমুখ। অ্যাডভোকেট হারুন ইতোমধ্যে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।