bograsangbad_Logoবগুড়া সংবাদ ডট কম :  সাবেক সফল ছাত্র নেতা রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় জননেতা বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামকে আওয়ামী বাকশাল সরকার কর্তৃক রাজনৈতিক প্রহসন মূলক মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা যুবদল’র সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদল’র সাংগঠনিক সম্পাদক আহম্দে বিন বিল্লাহ শান্ত, সিনিঃ নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, সদর উপজেলা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, অধ্যক্ষ শাহীন, আনোয়ার হোসেন সান্টু, সুরুজ, মহররম হোসেন টপিন, এম.এ হান্নান, শামীম, খান আলতাফ, ইঞ্জিঃ জিয়াউল ইসলাম আপেল, এনামুল হক মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন এ ঘটনায় বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ ফুঁসে উঠেছে। ভিপি সাইফুল সহজ, সরল এবং জননন্দিত নেতা। তাকে এ সরকার অন্যায় ভাবে কারাগারে প্রেরণ করেছে। সরকারের গঠনমুলক সমালোচনা করলেই বিরোধীদলের নেতা-কর্মীদের গুম, হত্যা, আর পুলিশি নির্যাতন করে জেল খানায় আবদ্ধ করা হচ্ছে। অবিলম্বে আগামী রোববারের মধ্য নিঃশ্বর্ত মুক্তি না দিলে, আগামী সোমবার জেলা যুবদল রাজপথে প্রতিবাদ সমাবেশ থেকে আবারো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে। অপরদিকে, বিবৃতি দিয়েছেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু, পিয়াস, রুবেল, খোকন, আরমান, সুমনসহ বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন