bograsangbad_Logoবগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার পরকীয়কারী যুবককে গৃহবধুর সাথে আপত্তিকর অবস্থায় দেখে মারধর এলাকাবাসী কর্তৃক মারধরের ঘটনা ঘটেছে। যুবক ও গৃহবধু সহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার আচঁলাই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে স্বপ্না খাতুন (১৪) এর সাথে মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের শহিদুল ইসলামের পুত্র হাকিম আলী (২৫) এর সাথে গত ৮ মাস আগে উভয় পরিবারের সম্মতিতে ইসলামী শরিয়াত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিয়ের প্রায় ২ বছর আগ থেকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার জনৈক আমিনুল ইসলাম (২৬) এর সাথে স্বপ্না খাতুনের অবৈধ সম্পর্ক চলে আসছিল এবং প্রায়ই আমিনুলকে স্বপ্নার বাড়িতে অবস্থান করতে দেখা যেত। এমনকি স্বপ্নার বিয়ের পরই আমিনুল এর সাথে তাদের এ অবৈধ সম্পর্ক চলেই আসছিল। এরই একপর্যায়ে গত সোমবার রাতে আমিনুল ইসলাম যথারীতি আত্মীয়তার সম্পর্কের ন্যায় স্বপ্নার বাড়িতে গিয়ে এক ঘরে আপত্তিকর অবস্থায় রাত্রীযাপন করতে থাকে। খবর পেয়ে এলাকাবাসী গোপনে সেখানে গেলে আমিনুল ও স্বপ্নাকে উক্তরূপ অবস্থায় দেখে দুজনকে বেধর মারপিট করে। এসময় স্বপ্নার মা-বাবা তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে এলাকাবাসী। পরে স্বপ্নার মা শিবগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ তৎক্ষণাত ঘটনাস্থলে গিয়ে আমিনুল, স্বপ্না সহ তাদের মারধরকৃত এলাকাবাসী আজাদুল, ইসমাইল, শাহিনুর ও খোরশেদকে আটক করে থানায় নিয়ে আসে। পরে এলাকাবাসীদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিলেও আমিনুল ও স্বপ্নার মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক থাকার অভিযোগে তাদের বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ঘটনাস্থল থেকেই স্বপ্না-আমিনুল সহ ৬ জনকে আটক করা হয়। মায়ের প্ররোচনায় এরকম অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ছেলে ও মেয়েকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাঁকীদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন