বগুড়া সংবাদ ডট কম (ইমরান হোসেন ইমন, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধুনট পৌর শ্রমিকলীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ধুনট পৌর শ্রমিকলীগের সভাপতি ইজুল খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাজু আহমেদ, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক রঞ্জু খান, সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন, শ্রমিকলীগ নেতা পাভেল আহমেদ, রিপন খান, সবুজ মিয়া, মজনু শেখ, আব্দুল হান্নান, ছানোয়ার হোসেন, আবুল হোসেন প্রমূখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইজুল খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে। এদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হলে শ্রমিকদের আর বিদেশে যেতে হবে না।
আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এবং এমপি হাবিবর রহমানের অক্লান্ত পরিশ্রমের কারনে ধুনট-শেরপুরে ব্যপক উন্নয়ন হয়েছে। একারনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই শ্রমিকলীগের নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি হাবিবর রহমানের উন্নয়নের বার্তা সাধারন মানুষের কাছে পৌছে দিতে হবে।