বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে ৫০ গ্রাম গাঁজা সহ আব্দুস সালাম (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পশ্চিমগুয়াডহুরি ছোট দিয়ার গ্রামের মৃত মনছের আকন্দের ছেলে।
ধুনট থানার এসআই রোজিনা আকতার জানান, গ্রেফতারকৃত আব্দুস সালাম দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় থানায় মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)