সর্বশেষ সংবাদ ::

রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করলেন রাসিক মেয়র

বগুড়া সংবাদ :  বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উদ্যোগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতাকেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ কমিশনার হেদায়েতুল ইসলাম, রাসিকের সচিব মোবারক হোসেন, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, উপস্থিত ছিলেন রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ শামীম হোসেন, বিসিক শিল্প নগরী কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উদ্যোক্তাগণ।

উল্লেখ্য, বিসিক উদ্যোক্তা মেলায় ৬০টি স্টল রয়েছে। সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে। প্রতিদিন রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজশাহী জেলা কার্যালয় হতে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরে ঋণের চেক তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
ইরানি বুটিকস সত্ত্বাধিকারী শারমিন আক্তার ৩ লক্ষ টাকা, আঁখি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর মোছাঃ সাইলা পারভীনকে ৫ লাখ, ভাই ভাই বোর্ড হাউস এন্ড সু ম্যাটেরিয়াল স্টোরের সৈয়দা সুলতানা বেগমকে ৫ লাখ, নিউ স্কয়ার ফুটওয়্যার তন্ময় আহমেদকে ৫ লাখ, কনিকা সুজের সোহেল রানাকে ৫ লাখ, লেডার গুডসের রুমা খাতুনকে ২ লাখ, মামা ভাগ্নে মৎস্য খামারের নজিবুর রহমান ৫ লাখ, আঁখি এগ্রো এন্ড ফিসারিজের মোঃ মাহবুবুর রহমানকে ৫ লাখ, সোলানী পোল্ট্রি ফিড এন্ড ফিজ ফার্মের শাহাজাহান আলীকে ৩ লাখ টাকা সহ ৯জন উদ্যোক্তাকে সর্বমোট ৩৮ লাখ টাকা প্রদান করা হয়।

Check Also

আদমদীঘিতে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  “প্রাণি সম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ”এই  প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *