বগুড়া সংবাদ ডট কম (সারিয়াকান্দি প্রতিনিধি রাহেনূর ইসলাম স্বাধীন) : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল হান্নান ঠান্ডু (৪৪) নামে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে আনুমানিক সারে দশটায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাংগা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ঠান্ডু মিয়া তার নাড়িকেল গাঁছ পরিস্কার করতে উঠলে কেটে দেওয়া একটি পাতা বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনা স্থলে তার মৃত্যু হয়। সে মৃত গিয়াস মন্ডলের পুত্র।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)