বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাসষ্ট্যান্ড এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতো হয়নি। সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাত ১০ টার দিকে দূর্বৃত্তরা মোটর সাইকেলে এসে উপজেলা আওয়ামীলীগ অফিস লক্ষ্য করে ও বাসষ্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এসময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে।
এ প্রসঙ্গে থানার এসআই চান মিয়া জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আ’লীগের অফিসের সামনে থেকে ৫ টি ও বাসষ্ট্যান্ড এলাকায় ঘটনাস্থল থেকে ৩ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এদিকে উপজেলা আওয়ামীলীগ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে।
নন্দীগ্রামে আ’লীগ অফিসে ককটেল বিস্ফোরণ
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)