বগুড়া সংবাদ ডটকম ( এইচ আলিম, বগুড়া|) : ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া। দিবসটি পালনে সকাল সাড়ে ৭ট বগুড়া শহরের সাতমাথায় শোক র্যালী বের করে। কালোব্যাজ ধারণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভার আয়োজন করে। পরে জেলা প্রশাসনের শোর র্যালী অংশগ্রহণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার নেতৃবৃন্দ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য শিরীন সুলতানা, সাবেক সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, সাবেক নির্বাহী সদস্য হাকীম আব্দুল মজিদ মিয়া ও শাহানাজ পারভিন শিরি, কণ্ঠশিল্পী নুরুল ইসলাম, আমিনুল ইসলাম মানিক, সংস্কৃতজন দৌলতুজ্জামান দৌলত, শ্যামল বিশ^াস, ঈমামুল হুদা বিপ্লব, রেজোয়ানুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।