বগুড়া সংবাদ ডট কম (আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রাম উন্নয়ণ ধারা(গুড) এর উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া হত-দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে মুদি দোকানের মালামাল, গরু-ছাগী-ছাগল, সেলাই মেশিন এবং টিউবওয়েল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শনিবার বিকালে এনজিও গুড কার্যালয় চত্বরে গুড এর নির্বাহী পরিচালক হাফিজার রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুস সামাদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, উপজেলা আ’লীগের সহসভাপতি আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, থানার এসআই নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান এসএম হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রদীঘি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোতালেব হোসেন, তৃণমূল উন্নয়ন সংস্থা নওগাঁর নির্বাহী পরিচালক আসলাম হোসেন, গুডের শাখা ব্যবস্থাপক মতিউর রহমান, কোষাধ্যক্ষ চায়না রানী, ফিল্ড সুপারভাইজার আব্দুল বারিক প্রমুখ। পরে প্রধান অতিথি সমাজের পিছিয়ে পড়া হত-দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে মুদি দোকানের মালামাল, গরু-ছাগী-ছাগল, সেলাই মেশিন এবং টিউবওয়েল বিতরণ করেন।
প্রচ্ছদ বগুড়া সংবাদ দুপচাচিঁয়া দুপচাঁচিয়ায় এনজিও গুডের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে গরু ছাগল সহ বিভিন্ন সামগ্রী...