বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় শুরু হয়েছে রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট। মঙ্গলবার বিকেল ৩টায় বগুড়া পুলিশ লাইন্স মাঠে এর উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন,আরিফুর রহমান মন্ডল এবং সফিযুল ইসলাম সহ অন্যরা। উদ্বোধনী খেলায় বগুড়া জেলা পুলিশ দল ১-০ গোলে রাজশাহী রির্জাভ পুলিশ দলকে পরাজিত করে ২য় রাউন্ডে ওঠে। প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় বগুড়ার নুরুল একমাত্র গোলটি করেন। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম বাবু, তাকে সহযোগিতা করেন জিন্নাতুল ইসলাম জিন্না ও জিবরিল বাবু। টুর্ণামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলা ও রাজশাহী রেঞ্জ সহ মোট ৯টি দল অংশ নিচ্ছে।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)