সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

বগুড়া সংবাদ : বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় বগুড়া শহীদ খোকন শিশু পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ১০ দিনব্যাপি এই উদ্যোক্তা মেলায় ১ কোটি ১০ লাখ টাকা বেচা-কেনা হয়েছে বলে জানান বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। তিনি আরও জানান, মেলায় ৫০টি স্টল থেকে ৪০ লাখ টাকার অর্ডার পেয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বলেন, বিসিকগুলো থেকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সরকারি চাকুরীর পিছনে আর ছুটাছুটি না করে স্মার্ট বাংলাদেশ গড়তে ও দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক প্রধান কার্যালয়ের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক (উপসচিব), বগুড়া চেম্বাস অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি মো. মাসুদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতিরি সভাপতি টি জামান নিকেতা। আরও বক্তব্য রাখেন বিসিক বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান, উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জাকারিয়া চৌধুরী ও উম্মে ফাতেমা লিসা। শেষে ৮ জন উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।

Check Also

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

বগুড়া সংবাদ :বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *