বগুড়া সংবাদ ডটকম (রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ১৫ পিছ ইয়াবা সহ তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। থানা সুত্রে জানাযায়, শনিবার গভীর রাতে গোপণ সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেত্রিত্বে উপ-পরিদর্শক আব্দুল মজীদ, নয়ন কুমার, প্রদীপ কুমার উপজেলার নারচী বাজার এলাকা থেকে তাদের আটক করেন। আটক কৃতরা হলেন উপজেলার নারচী ইউনয়িনের তরফদার পাড়া এলাকার সামসুল প্রামানিক এর পুত্র হেলাল মিয়া(১৯) চান মেম্বারের পুত্র বেলাল হোসেন(২০) মনিরুজ্জামানের পুত্র রাসেলুজ্জামান রনি(২৩)। তাদের সকলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)