bograsangbad_Logoবগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলা উপজেলার রাণীরপাড়া বাঙ্গালী নদীতে তিন বোন গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়া দুই বোনকে জীবিত অবস্থায় উদ্ধার ও নিখোঁজের ছয় ঘন্টা পর ডুবুরি দল ছোট বোনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এ মর্মান্তিক ঘটনা শনিবার ঘটেছে। শিশুদের বাবা রহিদুল ইসলাম জানান, ঘটনার দিন বেলা ২টার দিকে আমাদের অজান্তে আমার চার মেয়ের মধ্যে রাবিনা খাতুন (৮),ছাবিনা খাতুন (৭) ও জান্নাত খাতুন (৬) এক সাথে বাড়ির সংলগ্ন বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে হাবুডুবু খাচ্ছিল। এমন সময় প্রতিবেশী সোহান ও জিহাদ ওই স্থানে গোসল করতে গিয়ে রাবিনা খাতুন ও ছাবিনা খাতুনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। অপর শিশু জান্নাত খাতুনকে এলাকাবাসী খোঁজাখুঁজি করে উদ্ধার করতে না পারায় অবশেষে সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে সংবাদ দেয়। সোনাতলা ফায়ার সার্ভিস অফিস রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে সংবাদ দিলে তারা সেখান থেকে ঘটনাস্থলে পৌঁছে ওইদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করে সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলুসহ পরিবারের হাতে হস্তান্তর করেন। এ সময় সোনাতলা ইউপি সদস্য নাজিম উদ্দিন লাজু ও মুক্তি বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্ধার তৎপরতার সময় নদীর তীববর্তী এলাকায় অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটেছিল। রাজশাহী ফায়ার সার্ভিস অফিসের ডুবুরি লিডার মোঃ নূরুন্নবী জানান, আমরা সংবাদ পাওয়া মাত্র ঘটনা স্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় অতি অল্প সময়ে শিশুটির লাশ উদ্ধার করতে পেরেছি।

 

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন