বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে পুত্রবধুর ওপর অভিমান করে খুকি বিবি (৫০) নামে এক শ্বাশুড়ী আত্মহত্যা করেছে। নিহত খুকি বিবি এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি মধ্য দিদারপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
স্থানীয়সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে খুকি বিবির নাতি নিরবকে তার পুত্রবধু রাশেদা খাতুন মারধর করে। এবিষয়ে খুকি বিবি প্রতিবাদ করলে তার পুত্রবধু রাশেদা তাকে গালাগালি করে। এতে অভিমান করে বুধবার ভোরে নিজ ঘরের ধরনার সাথে গলায় দড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
ধুনট থানার এসআই খোকন কুন্ডু এতথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা উৎঘাটন করা সম্ভব হবে।
ধুনটে পুত্রবধুর ওপর অভিমান করে শ্বাশুড়ীর আত্মহত্যা
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)