বগুড়া সংবাদ ডট কম (সাগর খানআদমদীঘি প্রতিনিধি) ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা আদায় করা হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেজ সাদেকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, সোমাবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর এলাকার দুলাল দেবনাথ এর কৃষ্ণ ষ্টোর নামক দোকানে অভিযান চালিয়ে ৬২ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়। একই দিনে উপজেলা সদরের কাঁচা বাজারের শ্যামা কান্ত শাহা ও নন্দ কুন্ডু দোকান থেকে ১২৮ কেজি সহ মোট ১৯০ কেজি নিষিদ্ধ পলিথিন ও দুজনের নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ পলিথিনগুলো আদমদীঘি আইপি হাইস্কুল মাঠে পুড়ে ফেলানো হয়।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)