বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : আগামী ৬ জুন দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনট জেজেডি ফ্রেন্ডস ফোরামের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধুনট মডেল প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়। জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক খান।
সভাপতি তার সূচনা বক্তব্যে বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে ও জনগনের কল্যানে বিভিন্ন সমস্যা ভিত্তিক সংবাদ প্রকাশ করে আসছে। নিরপেক্ষ দৈনিক পত্রিকা হিসাবে যায়যায়দিন অনেক পথ পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই যায়যায়দিনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে ধুনট জেজেডি ফ্রেন্ডস ফোরাম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এমএ রাশেদ, যুগ্ন সাধারন সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ ও উপজেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের কার্যনির্বাহী সদস্য এমএন নয়ন রেজা, পৌর জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহবায়ক শহিদুল মন্ডল, ধুনট মডেল প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইমরান মুরাদ আনোয়ার, উপজেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য তিতাস সরকার, এসআর সাত্তার, মিনহাজুর রহমান তুষার খান প্রমূখ।
প্রচ্ছদ বগুড়া সংবাদ ধুনট ধুনটে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ধুনটে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)